October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 7:23 pm

লাভ লাইফ নিয়ে আলোচনা মিমি?

অনলাইন ডেস্ক :

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর লাভ লাইফ নিয়ে আলোচনার শেষ নেই। ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের অনেকেই বিষয়টি নিয়ে জানতে চান। তবে এ বিষয়টি বরাবরই স্পিকটি নট মিমি। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী গত শনিবার ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তখনো তাকে করা হয়েছিল এ প্রশ্ন। তবে উত্তরে খুব বেশি সময় নেননি মিমি। মিমি চক্রবর্তীর জীবনে কি বিশেষ কেউ আছেন? জানতে চাইলে ভারতীয় সংবাদমাধ্যমকে মিমি হেসে বলেন, ‘নো কমেন্টস।’ শুধু এবারই নয়, বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন মিমি। জীবনে প্রেমের বসন্ত কতবার এসেছে, তা-ও বলতে চান না তিনি। মিমির ভাষায়, ‘আমি সিঙ্গেল। আমি খুবই খুশি। কিন্তু যদি বলি আমি সিঙ্গেল, মানুষ প্রশ্ন করবেন কেন আমি একা আছি। বিয়ে কেন করছি না। তাই নো কমেন্টস বললাম।’ সংবাদমাধ্যমকে মিমি আরও জানান, একা থাকতে ভালোবাসেন তিনি। কাজের বাইরে সময় কাটান বই পড়ে, সিনেমা দেখে। এ ছাড়া মিমির পোষ্যকে নিয়েও কেটে যায় তার সময়। এদিকে বাংলাদেশের অভিনেতা নিরবের বিপরীতে একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন মিমি। গানের শিরোনাম ‘তুই আর আমি’। প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন তারা। ‘তুই আর আমি’ গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। সুর-সংগীতায়োজনও করেছেন তিনি নিজেই। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমি। গানের কথাগুলো এমন: তুই আর আমি, চল করি পাগলামি/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।