October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 19th, 2023, 6:39 pm

‘লাভ স্টেশন’ নাটকে পড়শী

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। কণ্ঠে জাদু তাকে সবাই চেনে। বিশেষ করে তরুণ প্রজন্ম। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পী গত কয়েক বছর থেকে চলচ্চিত্র এবং বেশ কিছু নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি অভিনেতা জোভান আহমেদ জুটি বেঁধে কাজ করছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এছাড়াও আছেন শহীদুল্লাহ সবুজ, পাপিয়া, ফরহাদ লিমন, কুন্তল বিশ্বাস বুকি, আরফান অনিকসহ অনেকে। কাজটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক মহিদুল মহিম। বললেন, ‘এই নাটকে সংগীতশিল্পী পড়শীর অনবদ্য অভিনয় মানুষ দীর্ঘদিন মনে রাখবে। জোভানসহ অন্যরাও খুব ভালো করেছেন। কাজটি নিয়ে আমাদের পুরো টিম খুব আশাবাদী।’ নাটকটির গল্পে দেখা যাবে, গায়ক জোভানের সঙ্গে ঘটনাক্রমে পরিচয় গায়িকা পড়শীর। জোভান শৌখিন গায়ক হলেও পড়শীর ধ্যান-জ্ঞান সংগীতকে ঘিরেই। বাবা-মায়ের বারণের পরও সংগীতকে আঁকড়ে ধরে আছেন। নানা ঘটনায় জোভান-পড়শী মুখোমুখি হন। কিন্তু দুজনের ভালোবাসার কথা কেউ বলতে পারেন না। একদিন নিজের রিসোর্টে পড়শীকে দাওয়াত দেন জোভান-এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘লাভ স্টেশন’। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হবে।