October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 18th, 2021, 6:59 pm

লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় ৬৬ লাখ টাকা উদ্ধার

লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্রিজের নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬টি বাণ্ডিলে ৬৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিচ থেকে ওই টাকাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর থানায় খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বাণ্ডিল উদ্ধার করে। প্রত্যেক বাণ্ডিলে একশটি করে নোট ছিল। টাকাগুলোর পেছনে লেখা ছিল, ‘সাথী সংঘ, লাকি কুপন, ভাগ্য পরিবর্তন।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘আমরা এক হাজার টাকার ৬৬টি বাণ্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।’

–ইউএনবি