October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 29th, 2021, 6:05 pm

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার (২৯ আগস্ট) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলার এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইউনুস আলী (২৯) ও নীলফামারী জেলার জলঢাকা এলাকার সাগর (২৬)।

৬১ বুড়িমারী বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, কয়েকজনের একটি দল সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যান। সেখান থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার মেখলীগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাগর ও ইউনুস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ভারতীয় সীমান্তবাসী মরদেহ পড়ে থাকতে দেখে ছবি তুলে বাংলাদেশি সীমান্তবাসীদের পাঠালে নিহতদের পরিচয় জানা যায়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভারতের দুইশ’ গজ অভ্যন্তরে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে বলে সীমান্তবাসীর মাধ্যমে জেনেছি।’

—ইউএনবি