October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 2nd, 2023, 8:21 pm

লাল কার্ডের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ মরিনহো

অনলাইন ডেস্ক :

ক্রিমোনেসের বিরুদ্ধে সিরি-এ লিগে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখতে হয়েছিল রোমা কোচ হোসে মরিনহোকে। লাল কার্ডের কারণে আগামী দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে রোমার এই পর্তুগীজ কোচ। গত বুধবার ম্যাচের প্রথমার্ধের শেষে মরিনহো লাল কার্ড দেখে ডাগ আউট থেকে বিদায় নেন। ম্যাচ রেফারির সিদ্ধান্তের প্রতি হতাশা প্রকাশ করে তাকে লাল কার্ড দেখতে হয়েছে। হতাশাজনক পরাজয়ের কারণে সিরি-এ লিগে শীর্ষ তিনে আসতে ব্যর্থ হয়েছে রোমা। এই মুহূর্তে চতুর্থ স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ল্যাজিওর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে রোমা। দুই ম্যাচ নিষেধাজ্ঞা ছাড়াও মরিনহোকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সিরি-এ’র বিবৃতিতে বলা হয়েছে ম্যাচ শেষে কোন ধরনের অনুমতি ছাড়াই রেফারিদের ড্রেসিং রুমে গিয়েও একই ধরনের আচরণ করেছেন মরিনহো যা কোনভাবেই কাম্য নয়। এদিকে মৌসুমের প্রথম জয় তুলে নিয়ে ক্রিমোনেস তলানির থেকে এক ধাপ উপরে উঠে এসেছে। তলানির দল সাম্পদোরিয়ার থেকে তারা এক পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে সেফটি জোন থেকে এখনো আট পয়েন্ট দুরে রয়েছে।