September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 7:59 pm

লাল কার্ডের ম্যাচে স্বস্তির জয় পেল আর্সেনাল

অনলাইন ডেস্ক :

বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেয়েছে আর্সেনাল। ডিফেন্ডার গ্যাব্রিয়েলের একমাত্র গোলে স্বাগতিকদের মাঠে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে গানাররা। শেষ ৩০ মিনিট ১০ জনের দল নিয়ে লড়াই করে জয় তুলে নেয় মিকেল আরতেতার দল। এই জয়ে ২২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো আর্সেনাল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উলভারহ্যাম্পটন। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলের পাশাপাশি পোস্টে ১৫ শট নিয়েও গোলের দেখা পায়নি উলভারহ্যাম্পটন। বিপরীতে ১২শট নিয়ে একমাত্র গোলের দেখা পেয়েছে আর্সেনাল। শুরু থেকে দুই দলই সমান তালে খেলতে থাকে। কখনো আর্সেনাল আক্রমণে উঠেছে আবার কখনো উলভারহ্যাম্পটন। তবে ২৫ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় আর্সেনাল। কর্নার থেকে আসা বল উলভারহ্যাম্পটনের এক ডিফেন্ডার হেডে ঠিক মত ক্লিয়ার করতে না পারলে হাওয়ায় ভাসা বল হেড করেন লাকাতাজে, বল গোল মুখে গেলে ফিরিয়ে দিতে পোস্ট ছেড়ে বের হয়ে আসেন গোলরক্ষক শাঁ কিন্তু তার হাত গলে বল বেরিয়ে গেলে অরক্ষিত থাকা গ্যাব্রিয়েল সহজেই পা লাগিয়ে বল জালে জড়ান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে বেশকয়েকবার আক্রমণ করেও আর্সেনালের রক্ষণভাগে চির ধরাতে পারেনি। ৬৯ মিনিটে দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্টিনেলি। শেষ ত্রিশ মিনিটে দশ জনের আর্সেনাল পেয়েও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় উলভারহ্যাম্পটন। লিগে দুই এবং সবমিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরলো আর্সেনাল।