অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ক্লাব ফুটবলে শাসন করে যাচ্ছেন কারিম বেনজিমা। লা লিগায় এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে জেতার দিনে জোড়া গোল করেছেন। তাতে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন তিনি। তলানির দলের বিপক্ষে টানা আক্রমণ করে খেলেছে রিয়াল। গোলের দেখা পেতো শুরুর ৪ মিনিটেই। কিন্তু ডিফেন্ডার এদের মিলিতাও অল্পের জন্য লক্ষ্য মিস করেছেন। ৪ মিনিট বাদে ভুল হয়নি আসেনসিওর। নিচু শটে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন তিনি। ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজিমা। তাতে ২২৯ গোল নিয়ে মাদ্রিদ লিজেন্ড রাউল গনসালেসকে পেছনে ফেলেছেন। গত মাসে আরেক ক্লাব কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকেও পেছনে ফেলেছেন তিনি। ফরাসি স্ট্রাইকার ৪৫+১ মিনিটে আবার পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে স্কোর ৩-০ করেছেন। ৮০ মিনিটে শেষ পেরেকটি ঠুকেছেন লুকা মদরিচ। এই ম্যাচে ২৩০ গোল করে বেনজিমা পেছনে রয়েছেন হুগো সানচেসের। অ্যাতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর হয়ে খেলা এই মেক্সিকানের গোল-২৩৪। তার আগে রয়েছেন অ্যাথলেটিক ক্লাবের তেলমো জারা। তার গোল ২৫১টি। জারার আগে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনের গোল সংখ্যা যথাক্রমে ৩১১ ও ৪৭৪। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে মাদ্রিদের পয়েন্ট ব্যবধান আটে সীমাবদ্ধ থাকলো। ২১ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৮ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা