June 30, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 6:53 pm

লিওনা হেইদারনের রূপে হাজির মেহজাবীন

অনলাইন ডেস্ক :

উৎসব-পার্বণ আর বিশেষ দিবসে নাটক বাঙালির প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ। আর এসব নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। মিষ্টি প্রেমের নাটকের গল্পে সবার পছন্দ ছোট পর্দার এই নায়িকাকে। বুধবার মেহজাবীন তার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মেহজাবীন গেরুয়া রঙয়ের পোশাক পরেছেন।

ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক সেই সঙ্গে মাথার চুলে করেছেন ফিরোজা রঙ। ছবিগুলো শেয়ার করে মেহজাবীন লিখেছেন, নব্বই দশকের জনপ্রিয় ভিডিও গেম ‘কিং অব ফাইটারস ৯৬’-এর নাম। ওই গেমের অন্যতম নারী চরিত্র লিওনা হেইদারনের মতো মেহজাবীন তার সাজসজ্জাও করিয়েছেন। কার্টুন চরিত্র ‘লিওনা’ যিনি কিনা বহু বাধা-প্রতিকূলতা মোকাবিলা করে চূড়ান্ত গন্তব্যে পৌঁছান। অনেকেই হয়তো ভাবছেন এ কি অবস্থা মেহুর? কেন এমন সাজ? তাহলে কি কোনো ভিডিও গেমের নায়িকা হয়েছেন মেহজাবীন? আসলে এমন কিছুই না। টেকনো মোবাইলের নতুন একটি স্মার্টফোনের বিজ্ঞাপনচিত্রের জন্যই এমন রূপ ধারণ করেছেন মেহজাবীন। বিজ্ঞাপনে অভিনয় নিয়ে মেহজাবীন বলেছেন, ‘বিজ্ঞাপনে অনেক ভেবেচিন্তে কাজ করি। কারণ এটা বহুবার প্রচার করা হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু বেশিই সচেতন থাকতে হয়। মনের মতো হলেই কেবল বিজ্ঞাপনে কাজ করি। এ বিজ্ঞাপনের গল্প-ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে।’ বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কজের চাপের জন্য নিজেকে দিতে পারেন না সময়। তবে এবার এই অভিনেত্রী অনেকটা সময় নিজের করে কাটিয়ে এসেছেন সমুদ্র বিলাস করে। সেখানে গিয়ে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।