November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 14th, 2022, 7:44 pm

লিগের চতুর্থ রাউন্ড ১৭ ফেব্রুয়ারি শুরু

অনলাইন ডেস্ক :

আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড। চতুর্থ ও পঞ্চম রাউন্ড মাঠে গড়াবে পাঁচটি ভেন্যুতে। কুমিল্লার মাঠ এখনো ফুটবল ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নয়। চতুর্থ রাউন্ডের প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসি। একই দিন সিলেট জেলা স্টেডিয়ামে লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এ- সোসাইটি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চতুর্থ রাউন্ডে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে হবে আরো একটি ম্যাচ। ১৮ই ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। ১৯ ফেব্রুয়ারি রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে লড়বে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও চট্টগ্রাম আবাহনী। একই দিনে গোপালগঞ্জে লড়বে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও উত্তর বারিধারা। প্রথম লেগে সবগুলো ম্যাচেরই সূচি প্রকাশ করেছে বাফুফে।