October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 12th, 2023, 8:47 pm

লিড নেয়ার লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করায় চার ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষে আজ বুধবার মাঠে নামছে স্বাগিতক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ওভালে আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় ওয়ানডেটি। আসন্ন ওয়ানডে বিশ^কাপের প্রস্তুতি সিরিজে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দারুন জয় দিয়ে শুরু করে নিউজিল্যান্ড। কার্ডিফে প্রথমে ব্যাট করে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯১ রান করে ইংল্যান্ড। জবাবে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের জোড়া সেঞ্চুরিতে ২৬ বল বাকী রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। কনওয়ে ১১১ ও মিচেল ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলেন।

সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডের শুরুতে জয়ের ভালো সুযোগ তৈরি করেছিলো নিউজল্যান্ডের বোলাররা। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের তোপে ৫৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় ইংলিশরা। পরবর্তীতে সাত নম্বরে নামা লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ইনিংসে বৃষ্টিবিঘিœত ম্যাচে নির্ধারিত ৩৪ ওভারে ৭ উইকেটে ২২৬ রান করে ইংল্যান্ড। ৯টি চার ও ১টি ছক্কায় ৭৮ বলে অপরাজিত ৯৫ রান করেন লিভিংস্টোন। নিউজিল্যান্ডের হয়ে শততম ওয়ানডে খেলতে নামা বোল্ট ৩৭ রানে ৩ উইকেট নেন। জবাবে ইংল্যান্ডের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় নিউজিল্যান্ডের ব্যাটাররা।

১৪৭ রানে অলআউট হয় সফরকারীরা। ইংল্যান্ডের দুই পেসার ডেভিড উইলি ও রিচ টপলি ৩টি করে এবং মঈন আলি ২টি উইকেট নিয়ে নেন। ৭৯ রানের জয়ে সিরিজে সমতা আনে ইংলিশরা। জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় ওয়ানডেতেই সিরিজে লিড নেয়া লক্ষ্যের কথা জানালেন ইংল্যান্ডের লিভিংস্টোন, ‘এখন আমাদের লক্ষ্য সিরিজে লিড নেয়া। এজন্য জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ালেও, আরও ভালো পারফরমেন্স করতে চাই আমরা।’

এ দিকে সিরিজে দ্বিতীয়বারের মত লিড নিতে মরিয়া নিউজিল্যান্ড। দলের ওপেনার কনওয়ে বলেন, ‘দ্বিতীয় ম্যাচে বোলাররা দারুন করলেও আমাদের ব্যাটিং হতাশাজনক ছিলো। আশা করছি, তৃতীয় ম্যাচে জ¦লে উঠবে ব্যাটাররা। সিরিজে দ্বিতীয়বারের মত লিড নিতে চাই আমরা।’ দুই দলের মধ্যে জয়ের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এগিয়ে থাকলেও, দশ বছর ধরে দ্বিপাক্ষীক সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। সর্বশেষ ২০১৩ সালে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৩বারের মোকাবেলায় ইংল্যান্ডের জয় ৪২টিতে এবং নিউজিল্যান্ডের জয় ৪৪টিতে। ৩টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়।

ইংল্যান্ডের দল : জস বাটলার (অধিনায়ক-উইকেটরক্ষক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, এডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।