October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 12th, 2023, 8:06 pm

লিবিয়া উপকূল থেকে ১২৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

অনলাইন ডেস্ক :

লিবিয়া উপকূল থেকে ১২৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ওশান ভাইকিং। তিনটি অভিযানের মাধ্যমে ভূমধ্যসাগরে কাজ করা মার্সেইভিত্তিক সংস্থা এসওএস মেডিটেরানির উদ্ধারকারী জাহাজটি ওইসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। গত শনিবার অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের ইতালির আদ্রিয়াতিক উপকূলের ওরটোনা বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে যেতে তাদের আরও তিন দিন সময় লাগবে। বিষয়টি জানিয়ে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃতদের তিন দিনের যাত্রা সহ্য করতে হবে।

খবর পেয়ে গত শুক্রবার রাতে দুটি উদ্ধার অভিযান চালায় ওশান ভাইকিংস জাহাজ। প্রথম অভিযানে তারা একটি নৌকা থেকে ৩৩ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। নৌকাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা অভিবাসনপ্রত্যাশীরা কেউ লাইফ জ্যাকেট পড়ে ছিল না। প্রথম উদ্ধার অভিযানের কয়েক ঘণ্টা পরে আরেকটি অভিযানে আরও ৩৪ জনকে উদ্ধার করা হয়। সেই নৌকারও অবস্থা ছিল আগেরটির মতো। এসওএস মেডিটেরানি নামের অলাভজনক এনজিওটি জানিয়েছে, উদ্ধারকৃতদের অনেকের শরীর জ¦ালানি তেলের আগুনে পুড়ে গিয়েছিল। আর একটি নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের ওশান ভাইকিংস জাহাজে তোলার পর পরই নৌযানটি ভেঙে যায়। এদিকে, শনিবার বিকেলের দিকে একটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধারের সংকেত পায় ওশান ভাইকিংস জাহাজ।

পরে লিবিয়ার আন্তর্জাতিক জলসীমায় থাকা নৌকাটি থেকে ৬১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছে। ২০১৬ সাল হতে এ পর্যন্ত ভূমধ্যসাগর থেকে ৩৯ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে এসওএস মেডিটেরানি। এর মধ্যে বেশ কয়েকজনকে মধ্য ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়, যা অভিবাসীদের জন্য একটি মারাত্মক রুট হিসেবে পরিচিত। ইউরোপের দেশগুলোতে প্রবেশে ভূমধ্যসাগর রুটটি সবচেয়ে বেশি ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা। ঝুঁকি জেনেও পিছ পা হচ্ছে না তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই হাজার ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছে।