অনলাইন ডেস্ক :
ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছেন অ্যান্ড্রু রবার্টসন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত লিভারপুলে থাকবেন স্কটল্যান্ডের এই ডিফেন্ডার। মঙ্গলবার এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে লিভারপুল কতৃপক্ষ। রবার্টসন ২০১৭ সালে হাল সিটি থেকে ১ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন। অলরেডদের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৭৭ ম্যাচ। তিনি জিতেছেন একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা। এই মৌসুমে চতুর্থ খেলোয়াড় হিসেবে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করলেন রবার্টসন। এর আগে চুক্তি নবায়ন করেছেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও মিডফিল্ডার ফাবিনিয়ো।
আরও পড়ুন
বাংলাদেশে টেস্ট কালচার গড়ে উঠতে আরও সময় লাগবে: পাপন
ইংল্যান্ড সফরে মায়াঙ্ক
অবশেষে জয় পেলো মোহামেডান