অনলাইন ডেস্ক :
সোমবার ভালোবাসা দিবসে টিএম রেকর্ডসের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে লুইপা ও শামিম হাসানের গানচিত্র ‘মনেরই খবর’। গানচিত্রের বড় চমক বলিউড নায়িকা নারগিস ফাখরি। প্রথমবার বাংলাদেশি গানে মডেল হয়েছেন বলিউডের ‘রকস্টার’ অভিনেত্রী। সঙ্গে আছেন বাংলাদেশের সুপার মডেল আসিফ আজিম, যিনি বলিউডেও পরিচিত মুখ। এর আগে অবশ্য বাংলাদেশের কৌশিক হোসেন তাপসের গান ‘নিত দিন জিয়া মারা’য় মডেল হয়েছিলেন নারগিস, তবে সেটি ছিল হিন্দি গান। ‘মনেরই খবর’ দ্বৈত গানটির কথা-সুরও করেছেন কৌশিক হোসেন তাপস। গানটির প্রথম লাইন এরকম ‘তুই কি রাখিস মনেরই খবর, তুই কি জানিস, আমি শুধু তোর?’ রোমান্টিক এ গানের ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী। গানচিত্রে নারগিস ফাখরির সঙ্গে দেখা যাবে বাংলাদেশি সুপার মডেল আসিফ আজিমকেও। গানচিত্রটি প্রসঙ্গে সংগীতশিল্পী লুইপা বলেন, ‘ভালোবাসা দিবসে এমন একটি ভালোবাসার গান শ্রোতাদের সামনে উপস্থাপন করতে খুবই ভালো লাগছে। কিছুকিছু গান থাকে শুনলেই মনে হয়, এ গান যদি আমি গাইতে পারতাম, এটি তেমনই একটি গান।’ উচ্ছ্বসিত শামিম হাসানও, ‘পাওয়ার ভয়েস’-এ পরিচিতি পাওয়া এ গায়ক বলেন, ‘গানটি আমার সামনেই তৈরি করেছিলেন তাপস ভাই, ভাবতেই পারিনি আমার কণ্ঠেই গানটি তুলে দেবেন তিনি। আমার মনে হয়েছে এটি অনেকদিন টিকে থাকার মতো গান। ’
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান