September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 8:30 pm

‘লুঙ্গি পরা মেয়ে’ শিরোনামের গানে ঝিলিক

অনলাইন ডেস্ক :

মডেল, অভিনেত্রী আসমা ঝিলিক। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে। ঝিলিক সম্প্রতি পুবাইলে একটি মিউজিক ভিডিওর শুটিং করছেন। ‘লুঙ্গি পরা মেয়ে’ শিরোনামের গানের মডেল হয়েছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শরিফ উদ্দিন। তরঙ্গ মিউজিকের ব্যানারে তৈরি হচ্ছে মিউজিক ভিডিওটি। এটি পরিচালনা করেছেন রফিকুল ইসলাম রনি। এতে ঝিলিকের বিপরীতে মডেল হয়েছেন মেহেদী হাসান। আসমা ঝিলিক সম্প্রতি শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ এবং ‘আগুনে পোড়া কান্না’ সিনেমায়। নির্মাণাধীন রয়েছে অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’, নূর মোহাম্মদ মনির ‘বাংলার ভাবী’, মোহাম্মদ আসলামের ‘সমাধান’ ও ‘বদলা’ মো. সফিউল্লাহর ‘চোখ যে মনের কথা বলে’, মান্নান সরকারের ‘কি করে বলবো প্রিয়তমা’। এ ছাড়া ‘রংবাজ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তাকে দেখা গিয়েছে।