December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 20th, 2024, 6:59 pm

লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার হয়েছে: পুলিশ সদর দপ্তর

সাম্প্রতিক সময়ে থানা, পুলিশ লাইন, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ৮২৬টি অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত এ অস্ত্রগুলো উদ্ধার হয় বলে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে।

এ পর্যন্ত ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

গত ৫ আগস্টের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে থানা ও অন্যান্য সংরক্ষিত এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।

সারাদেশে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও।

—–ইউএনবি