October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 12th, 2021, 1:16 pm

লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এরপর ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা করে দুদক।

অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
২০০৪ সালের গ্রেনেড হামলা এবং একই বছর ধরা পড়া ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে বাবরের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে।