October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 7:52 pm

লেভানদোভস্কির গোলে ১-১ গোলে ড্র করলো বায়ার্ন

অনলাইন ডেস্ক :

বুন্ডেসলিগায় গত আসরের রেকর্ড গোলদাতা রবের্ত লেভানদোভস্কি নতুন মৌসুমের শুরুতেও পেলেন জালের দেখা। কিন্তু প্রত্যাশিত জয় পেল না বায়ার্ন মিউনিখ। শিরোপাধারীদের রুখে দিল বরুশিয়া মনশেনগ্লাডবাখ। মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের দশম মিনিটেই গত নয় আসরের চ্যাম্পিয়নদের জালে বল পাঠায় স্বাগতিকরা। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড আলাসান প্লিয়া। দারুণ নৈপুণ্যে ৪২তম মিনিটে সমতা টানেন লেভানদোভস্কি। জসুয়া কিমিখের কর্নারে বাঁ পায়ের ভলিতে ঠিকানা খুঁজে নেন গত আসরে রেকর্ড ৪১টি গোল করা পোলিশ স্ট্রাইকার। অধিকাংশ সময় বল দখলে নিয়ে চাপ ধরে রাখা বায়ার্ন পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে তিন পয়েন্ট নিশ্চিত করার সুযোগ পেয়েছিল। কিন্তু কিংসলে কোমানের বাইলাইন থেকে বাড়ানো কাটব্যাক ফাঁকায় পেয়েও কিমিখ লক্ষ্যভ্রষ্ট শট নিলে হতাশায় মাঠ ছাড়ে টানা ৯ বারের চ্যাম্পিয়নরা। এতে তরুণ কোচ ইউলিয়ান নাগেলসমানের নতুন অধ্যায় জয়ের শুরুর আশাও ভেস্তে গেল। গত ১ জুলাই দায়িত্ব নেওয়া ৩৪ বছর বয়সী এই জার্মানের কোচিংয়ে প্রাক-মৌসুমে চারটি প্রীতি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি বায়ার্ন।