October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 19th, 2022, 8:02 pm

লেভানদোভস্কির ৭০ হাজার ইউরোর ঘড়ি চুরি!

অনলাইন ডেস্ক :

ভক্তদের মন জোগাতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন রর্বেত লেভানদোভস্কি। তার দামি ঘড়ি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছিল ভক্তরূপে আসা এক সুযোগ সন্ধানী। তবে শেষ পর্যন্ত পুলিশ আটক করে সেই অপরাধীকে। বার্সেলোনার তারকা ফেরত পান তার শখের ঘড়ি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, বৃহস্পতিবার বিকেলে ক্লাবের অনুশীলন মাঠে পৌঁছানোর পর ভক্তদের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন লেভানদোভস্কি। কারও অটোগ্রাফ, কারও ছবির আব্দার মেটাচ্ছিলেন তিনি। পাশাপাশি অপেক্ষা করছিলেন সতীর্থদের আসার। তখন আচমকাই তাকে অবাক করে দিয়ে গাড়ির প্যাসেঞ্জার দরজা খুলে একজন হাতিয়ে নেয় পোলিশ এই তারকার ঘড়ি। হতচকিত লেভানদোভস্কি দ্রুতই সামলে নিয়ে ওই ব্যক্তির পিছু ছোটেন। কিন্তু নাগাল না পেয়ে তিনি পুলিশ ডাকেন। পুলিশ বেশ তৎপরতার সঙ্গে পাকড়াও করে ওই ব্যক্তিকে। বার্সেলোনা ফরোয়ার্ডের কাছে তার ঘড়ি বুঝিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে যদিও খবর ছড়িয়ে পড়েছিল, লেভানদোভস্কির মোবাইল চুরি হয়েছে। পরে জানা যায় আসল ঘটনা। লেভানদোভস্কি পরে অনুশীলন করেন ঠিকমতোই। বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমেই বার্সেলোনায় নাম লিখিয়েছেন সময়ের সেরা ফুটবলারদের একজন এই ফরোয়ার্ড। সাম্প্রতিক সময় আরও বেশি কিছু ঘটনায় বার্সেলোনার অনুশীলন মাঠের নিরাপত্তা ঘাটতির ব্যাপারটি আলোচনায় এসেছে। সেখানে তাই নিরাপত্তা আরও জোরদার করার কথা জানিয়েছে ক্লাব সূত্র।