November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 2nd, 2022, 8:09 pm

লোরিসের চুক্তি নিয়ে আশাবাদী কন্তে

অনলাইন ডেস্ক :

ফরাসি গোলরক্ষক হুগো লোরিস টটেনহ্যামের সাথে দ্রুতই চুক্তি নবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ আন্তনিও কন্তে। অভিজ্ঞ এই গোলরক্ষকের সাথে স্পার্সদেও বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ছয় মাস বাকি আছে। ইতোমধ্যেই ৩৫ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী গোলরক্ষক অন্য ক্লাবের সাথে চুক্তি করতে ‘ফ্রি-এজেন্ট’ হয়ে গেছেন। আর এতেই এক দশক পর লোরিসের টটেনহ্যাম ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। টটেনহ্যামের হয়ে ৩০০রও বেশি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা লোরিস ওয়াটফোর্ডের (২রা জানুয়ারী) বিপক্ষে অপেক্ষাকৃত সহজ একটি ম্যাচ খেলেছেন। ম্যাচে ১-০ গোলে জয়ী হয়ে টটেনহ্যামের শীর্ষ চারে ওঠার পথ সুগম হয়েছে। কালকের ম্যাচের পর স্পার্স বস লোরিসের প্রশংসা করে বলেছেন, ‘এই ধরনের ম্যাচে একজন গোলরক্ষকের মনোযোগ প্রমাণিত হয়। পুরো ম্যাচে তাকে সেভাবে কোনো বিপদে পড়তে হয়নি, কিন্তু তারপরেও লোরিস তার মনোযোগ হারায়নি। শেষ মিনিট পর্যন্ত সে একইভাবে খেলে গেছে, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সে প্রমাণ করেছে কেন সে শীর্ষ গোলরক্ষক। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত অতি দ্রুত তার সাথে সমাধানে আসবে ক্লাব কর্তৃপক্ষ। লোরিস টটেনহ্যামকে ভালবাসে, টটেনহ্যামও তাকে ভালোবাসে।’দুই ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে টটেনহ্যাম। মৌসুমের দ্বিতীয় ভাগে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম অন্য যেকোন দলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতেও উত্তর লন্ডনের ক্লাবটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ইঙ্গিত পাওয়া গেছে। এ সম্পর্কে কন্তে বলেন, ‘সত্যি কথা বলতে, আমি যখন টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলাম তখন দল সম্পর্কে ধারণা নিতে আমি কিছুটা সময় চেয়ে নিয়েছিলাম। এখন আমি সবাইকে চিনি। জানুয়ারিতে কী হয় এখনই সে সম্পর্কে কিছু বলছি না। এভাবেই সবাই একসাথে কাজ চালিয়ে যেতে চাই। এই খেলোয়াড়রা আমাকে সবকিছু দিয়েছে। জানুয়ারিতে কাউকে নিতে হলে সেরা কাউকেই বেছে নিতে হবে।’