অনলাইন ডেস্ক :
৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে ঘরবাড়ি এবং অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তাসংস্থা এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বললেও ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস দাবি করেছে মাত্রা ছিল ৬ দশমিক ১। দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের ফলে প্রদেশটির বেশ কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়। এ সময় ঘরবাড়ি এবং অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পরে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু