November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 29th, 2022, 7:18 pm

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের মেনতাওয়াই দ্বীপের উপকূলীয় শহর সাইবারুতে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে স্থানীয় বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। এটি ১৮ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় পশ্চিম সুমাত্রা প্রদেশের উপকূলীয় শহর প্যারিয়ামনের প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ দশমিক ৬ মাইল) পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত ছিল।

২৭ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি প্রায়শই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৪৬০ জনেরও বেশি আহত হয়। এছাড়া গত বছরের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৬ হাজার ৫০০ জন আহত হয়।