অনলাইন ডেস্ক :
আগামী বৃহস্পতিবার পর্দা উঠছে ভারতে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনাও আগে থেকেই ঠিক হয়ে আছে। কে কী পারফরম করবেন, অনুষ্ঠানে কী থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ডই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে রেখেছিল। কিন্তু মঙ্গলবার থেকে উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের খবর, বাতিল হয়ে যেতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচের এক দিন আগে অর্থাৎ আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠানের সূচি চূড়ান্ত হয়েছে। যদিও সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথাই এখন জানাচ্ছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম।
উদ্বোধনী অনুষ্ঠানের দিনই হবে ‘ক্যাপ্টেনস ডে’। বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হয় ক্যাপ্টেনস ডে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানাচ্ছে, ক্যাপ্টেনস ডে হলেও বাতিল হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। চূড়ান্ত ঘোষণা জানতে তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২