পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তরা প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাত ৫ টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মন্ডল জানান,কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলেন তিনি।
তাঁর দাবি,শত্রুতাবশত পাশ্ববর্তী এলাকার প্রতিপক্ষের লোকজন দুই হাজার কলাগাছ কেটে ক্ষতি করেছে। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
এঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি