October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 29th, 2022, 2:23 pm

শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকি নস্যাৎ করতে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি বাইরে থেকে শত্রু আমাদের আক্রমণ করে, তবে আমাদের অবশ্যই তা যথাযথভাবে প্রতিহত করতে হবে।’

মঙ্গলবার শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বিদ্বেষ নয়’ পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাস করে। আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা যুদ্ধে জড়াব না,তবে আমাদের প্রস্তুত থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, সরকার সশস্ত্র বাহিনীর মানোন্নয়ন, প্রশিক্ষিত ও সমৃদ্ধ করার পদক্ষেপ নিয়েছে।

এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

—ইউএনবি