October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 9:05 pm

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শেরীফা কাদের

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে নির্বাচিত শেরীফা কাদের সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আহসান আদেলুর রহমান এমপি ও নাজমা আক্তার এমপি উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে শেরীফা কাদের এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

—বাসস