October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 19th, 2022, 1:03 pm

শবে বরাতের নামাজে যাওয়ার পথে যুবক গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরে পবিত্র শবে বরাতের নামাজে যাওয়ার পথে শুক্রবার রাতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহত শিহাব হোসেন (২৩) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে শিহাব পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। মসজিদের কাছাকাছি গেলে আগে থেকে অবস্থান নেয়া আটজন হেলমেট পরা যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি গুলি তার বুকে লাগে। এই সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে যুবকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিহাদের স্বজনদের দাবি, হামলাকারীদের মধ্যে আল-আমিন, রুবেল, ইমরান, সাদাত ও মোবারক রয়েছে। তবে তাদের মধ্যে কী নিয়ে বিরোধ সেটি জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি