September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:47 pm

শরীর নিয়ে কটাক্ষের শিকার ইলিয়েনা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। শারীরিক গড়ন নিয়ে কটাক্ষের শিকার তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লাল বিকিনিতে ছবি পোস্ট করলেন এই নায়িকা। তার দাবি, ছবিটি কোনো পরিবর্তন করেননি। আর রোগা বা শরীরকে বেশি টোনড দেখানোর জন্য ফোনে যেসব অ্যাপ ছিল তা ডিলিট করে দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে ইলিয়েনা লিখেছেন, ‘বিভিন্ন অ্যাপে আসক্ত হয়ে শরীর রোগা বা বেশি টোনড ইত্যাদি ইত্যাদি দেখানো খুব সোজা। গর্বিত যে সেই সকল অ্যাপ আমি ডিলিট করে দিয়েছি। এটাই আমি এবং আমার প্রতিটা ইঞ্চি, প্রত্যেকটা কার্ভকে আমি মেনে নিয়েছি। এটিই সম্পূর্ণ আমি।’ এর সঙ্গে হ্যাশট্যাগে ইলিয়েনা লিখেছেন, ‘তুমি সুন্দর’। তবে এই ছবি পোস্ট করার পর থেকেই বিদ্রƒপ শুনতে হচ্ছে তাকে। অনেকেই তার শারীরিক গড়ন নিয়ে নানা মন্তব্য করেছেন। যদিও এই বিষয়গুলোকে একেবারেই পাত্তা দিতে রাজি নন ইলিয়েনা। বডি ডিসমরফিক ডিসঅর্ডারের শিকার ইলিয়েনা। বডি শেমিং নিয়ে এর আগেও মুখ খুলেছেন এই অভিনেত্রী। ২০১৭ সালে ২১তম ওয়ার্ল্ড কংগ্রেস অব মেন্টার হেলথের মঞ্চে জানিয়েছিলেন, এই ডিসঅর্ডারের জন্য আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে থেরাপির সাহায্য নিতে হয়েছে তাকে।