September 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 28th, 2022, 8:22 pm

শরীর পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে গেছেন সাকিব আল হাসান। সেখানে পুরো শরীর পরীক্ষা করাবেন বাংলাদেশের অলরাউন্ডার। মিরপুর টেস্ট শেষে শুক্রবার রাতেই ঢাকা ছাড়েন সাকিব। এমনিতে তার কোনো ক্রিকেটীয় চোট-আঘাত নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, একটু অস্বস্তি অনুভব করছেন বলে পরীক্ষা করাচ্ছেন সাকিব। “সাকিব চেক আপ করাতে গিয়েছে ওখানে। ওর শরীর নাকি দুর্বল লাগে। মাঠে নেমে দুর্বল লাগলে তো সমস্যা। এজন্য পুরো শরীর চেক আপ করাতে গিয়েছে। এমনিতে কোনো সমস্যা নেই।” এই সিরিজের ঠিক আগে কোভিড পজিটিভ হয়ে তিন দিন পরই আবার নেগেটিভ হন সাকিব। পরে এক দিন ৩০ মিনিট ব্যাটিং অনুশীলন করেই নেমে যান শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে। দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত বোলিং করে উইকেট নেন ৯টি। ব্যাট হাতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ফিফটি। সিঙ্গাপুরে পরীক্ষা করিয়েই যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ১০ জুন তার সরাসরি ওয়েস্ট ইন্ডিজে যোগ দেওয়ার কথা বাংলাদেশ দলের সঙ্গে। ১৬ জুন থেকে বাংলাদেশের প্রথম টেস্ট, অ্যান্টিগায়। দলের অন্যরা ওয়েস্ট ইন্ডিজ চলে যাবেন আরও কয়েক দিন আগেই।