October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 6:08 pm

শরীয়তপুরে কারেন্টের চাইতেও ভয়ঙ্কর চায়না জালের ছড়াছড়ি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলায় বিভিন্ন ইউনিয়নের চায়নার জালে ছড়াছড়ি। চায়না জালটি খুবই ভয়ঙ্কর কারেন্টের চাইতেও বেশি। চায়না জালটি নদী থেকে শুরু করে বিভিন্ন গ্রামে সুরঙ্গ খালের মুখে এবং পুকুরে পেতে রাখে যার ফলে ১ ইঞ্চি মাছ থেকে শুরু করে বড় মাছের ধরা পড়ে যায় এবং মাছের ডিমটাও জালে আটকে পড়ে। আগামী ৪/৫ বছরের ভিতরে বাংলাদেশে ছোট ছোট মাছ বিলুপ্তি হয়ে যাবে। কৃষক আজাহার বলেন, চায়না জাল খালে পাতলে ছোট মাছসহ ডিমটাও জালে ওঠে যায়। এ জালটি কারেন্টেরে চাইতেও বেশি ভয়ঙ্কর। উপজেলা ধানকাটি ইউনিয়নের বাসিন্দা নাম প্রকাশ করতে অইচ্ছুক এক ব্যক্তি বলেন, বাংলাদেশে চায়না জালটি এসে আমাদের কিসমত থেকে ছোট ছোট প্রজাতির মাছ আমরা আর চোখে দেখতে পাবো না এই চায়না জালের জন্য কিন্তু আইনের লোকদের কি চোখে পড়ে না। চায়না জালটি জেলেরা বিকেলে পাতে রাখে ভোর বেলা জালটি উঠালে পরে দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে। জালটি অনেক দাম ৭৫ ফিট জালের দাম ৪০০০ টাকা, জালটি বিক্রি করা হয় গোপনে। ডামুড্যা উপজেলা ৭টি ইউনিয়নের প্রায়ই ১০-১৫ লাখ টাকা জাল রয়েছে জেলেদের কাছে। উপজেলা মৎস্য কর্মকর্তা এম মাহবুবুল হকের কাছে এই ব্যাপারে জানতে চাইলেও তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এই ব্যাপারে আলাপ করব এবং শীঘ্রই ব্যবস্থা নিব।