October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 21st, 2023, 12:09 pm

শরীয়তপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ড্রাগন ফল। চাষ করে সফল হয়েছে রাকিব হোসেন নামের একজন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ২০২০ সালে করোনাকালীন সময়ে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ইউটিউব দেখে পরীক্ষামূলকভাবে আশিটি ড্রাগনের চাড়া পাকুরের পাড়ে আশিটি পিলার দিয়ে লাগানো শুরু করে। ঐ বছরই ড্রাগ ফল বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা। গ্রামের সবাইকে চমক দেখিয়ে এ বছর বাণিজ্যিকভাবে এক একর জমিতে চাষ শুরু করেন। এতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে। মার্চ এপ্রিলে ফলন আসতে শুরু হবে। আগামী নভেম্বর ডিসেম্বর মাসে ড্রাগন ফল বিক্রি করা যাবে। প্রতিকেজি ড্রাগন ফল বিক্রি হবে আড়াইশত টাকা থকে তিনশত টাকা। ড্রাগন ফল তুলে ডামুড্যা শরীয়তপুর ঢাকা ফলের দোকানে পাইকারীভাবে বিক্রি করবেন। এছাড়াও জমিতে এসে অনেকে ড্রাগন ফল কিনে নিয়ে যায়। রাকিব হোসেন বলেন আমি ২০২০ সালে করোনাকালীন সময়ে লেখাপড়ার কোন মনমানষিকতা ছিলনা তাই কি করবো ভেবে পাচ্ছিলামনা। ইউটিউব দেখে লেখাপড়ার পাশাপাশি আমি ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠি। উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আইউব আলী বলেন আমি উপজেলা বিভিন্ন জায়গায় ঘুড়ে দেখেছি কিন্তু তিলই গ্রামের রাকিবুল হাসানের ড্রাগন বাগান ঘুরে আমার খুবই ভালো লাগলো এ কারণে যে লেখাপড়ার পাশাপাশি সে এ উদ্যেগটি নিয়ে কাজ করে যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দোলোয়ার হোসেন বলেন রাকিব হোসেন স্বউদ্যোগে আমাদের পরামর্শে ড্রাগন বাগান তৈরী করিয়াছে আমরা তাকে কৃষি অফিস থেকে সকল ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছি।