জেলা প্রতিনিধি, শরীয়তপুর, (ডামুড্যা) :
গোসাইরহাট উপজেলার আলওয়ালপুর ইউনিয়নের পান্নার সুমেইল এর সামনে অটো ও নছিমনের সংঘর্ষে ১ জনের মৃত্যু। ১৪ ডিসেম্বর সোমবার সখিপুর থানায় আশিনগর ইউনিয়নের আজিজ হালাদারে গ্রামের মোঃ আব্দুল কাদের এর ছেলে সানাউল্লাহ (৩২) মৃত্যু হয়। জানা গেছে সানাউল্লাহ একজন অটো চালক। সকাল ৬ ঘটিকার সময় আশিনগর থেকে যাত্রী বোঝাই করে বালু চরের দিকে যাওয়ার পথে অপর দিকে ইট বোঝাই করে নছিমন বেপোরো গতিতে আসার পথে অটোর সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। অটো চালক সাথেই সাথেই মারা যায়। পথচারীরা তাকে ডামুড্যা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নছিমনের ড্রাইভার পালিয়ে যায়।
আরও পড়ুন
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মাতুয়াইল নিমতলা কলেজ রোড ৬০ ফুটে উন্নীত করা হবে: তাপস
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে আহত