October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 13th, 2022, 1:24 pm

শরীয়তপুর পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :

শরীয়তপর জেলা পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান অতিরিক্ত ডি.আই.জি পদে পদোন্নতি হাওয়ায় ডামুড্যা থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ১২ আগষ্ট বিকাল ৬ ঘটিকায় ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ এর ফুল বাগানে ফিতা কেটে পুলিশ গার্ডেন পরির্দন করেন। ওসি সভাকক্ষে বিদায়ী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার অতিরিক্ত ডি.আই.জি পদে পদোন্নতি এস.এম আশরাফুজ্জামান। ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাইদ, ডামুড্যা পৌরসভা মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল। সরকারী আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহিরউল্লাহ্, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম.ও ফারুক আল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা খানম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা, গণমাধ্যম প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।