September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 14th, 2023, 5:58 pm

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিএনপির

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা শহীদদের সমাধিতে ফুল দেন এবং দেশের জন্য প্রাণ দেওয়া মহান জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুল হাই সিকদার, মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, রফিক শিকদার, আবেদ রেজা, কাদের গণি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে সকালে বিএনপি জাতীয় পতাকা অর্ধনমিত রাখে এবং সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে।

তবে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট এখনও বাইরে থেকে তালাবদ্ধ থাকায় দলের নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে আসতে দেখা যায়নি।

২৮ অক্টোবরের জনসভাকে কেন্দ্র করে ঘটা সহিংসতার জেরে বিএনপির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ স্মৃতি পেশাজীবী পরিষদ।

শিক্ষাবিদ, সাংবাদিক, অন্যান্য পেশাজীবী ও বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দুই শতাধিক বুদ্ধিজীবীকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের স্থানীয় সহযোগীদের সহায়তায় ঢাকায় তুলে নিয়ে যায়।

—–ইউএনবি