October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 3rd, 2023, 8:08 pm

শাকিবের কারণে বিয়ে হচ্ছে না বাপ্পীর

অনলাইন ডেস্ক :

বিয়ে করছি, করব বলে দীর্ঘদিন গণমাধ্যমের শিরোনাম হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সেটা এতটাই যে ভক্তকুলের তাঁর বিয়ে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই এখন আর। তবে ঢালিউড পাড়ায় বহু নায়িকার সঙ্গে বাপ্পির প্রেমের গুঞ্জন আছে। নিজেই কখনও কখনও সেসব গুঞ্জন জিইয়ে রেখেছেন। মূলত ইন্ডাস্ট্রির কারও কারও মতে সিনেমা না থাকলেও বাপ্পী চৌধুরী আলোচনায় থাকতে নানান বেফাঁস মন্তব্য করেন। এবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এই নায়ক জানালেন ইন্ডাস্ট্রির নানা স্ক্যান্ডালের কারণে বিয়ে হচ্ছে না তার। এ ছাড়া নিজের বিয়ে ভাঙার কারণ হিসেবে শাকিব খানকেই রীতিমতো দায়ী করলেন।

এ সময় বাপ্পী বলেন, আমরা যারা পারিবারিকভাবে বিয়ে করতে চাই, তাদের উপরে সিনেমা ইন্ডাস্ট্রির নানা ‘স্ক্যান্ডাল’ প্রভাব ফেলছে। কথা প্রসঙ্গে উদাহরণ টেনে তিনি বলেন, ‘পারিবারিকভাবে আমার একটা জায়গায় বিয়ের কথা চলছিল। সেই প্রস্তাব নিয়ে আলোচনার এক ফাঁকে কনে পক্ষের একজন বলেন, আরে আপনি নায়ক বাপ্পি না? আপনাদের নায়ক শাকিব খান যা করেছে, একজন বাচ্চা নিয়ে বেরিয়ে এল। এরপর আমার ওই বিয়ের আলোচনা ভেঙে যায়।’ বাপ্পী ভাষ্য, ইন্ডাস্ট্রির এসব স্ক্যান্ডাল তারকাদের ক্ষতিগ্রস্থ করছে। এমনকী অভিনয় শিল্পীদের সমাজের অনেকেই বর্তমানে ভালো চোখে দেখছে না। এদিকে সিনেমা থেকে দূরে থাকার কারণ হিসেবে বাপ্পি বলেন, আমি এখন মা বাবার সেবা করে এই একমাস কাটাচ্ছি। আমার মা একটু অসুস্থ তাই পরিবারেই সময় দিচ্ছি।’