December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 12th, 2023, 8:13 pm

শাকিব অনেক ভালো মানুষ: অপু

অনলাইন ডেস্ক :

শাকিব-অপু মাঝে দূরত্ব কমে আসছে- এমন কথা প্রায় শোনা যায় ফিল্মপাড়ায়। বিভিন্ন সংবাদমাধ্যমেও একাধিক শিরোনাম হয়েছে বিষয়টি নিয়ে। সম্প্রতি অপু বিশ্বাস ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খানের পরিবারকে নিয়ে বেশ প্রশংসা করেছেন। সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছিলেন, ‘অনেক সময় এমন কিছু বলে ফেলি, পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারব না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, ওদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি ওদের (শাকিব খান ও তার পরিবার) কাছে ক্ষমা চাইতে চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান তাদের পেয়েছি,আমার জীবনে বাবা-মায়ের ঘাটতি পূরণ করছেন।’ পরে দেশীয় একটি সংবাদমাধ্যমকে অপু জানান, সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে বরফ গলতে শুরু করেছে। শাকিব খানের সঙ্গে এখন অপুর প্রায়ই কথা হয়। ব্যক্তিগত বিষয়ের বাইরে কাজ নিয়েও তিনি পরামর্শ দেন অপুকে। শাকিব-অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়। পড়াশোনা করছে রাজধানীর একটি নামী স্কুলে। শাকিব-অপু মিলে দুজনই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করেন উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘কখনো আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।’ বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন এ জুটি? এমন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’ আব্রাম খান জয় প্রায়ই শাকিব খানের বাসায় থাকে। সেখানে দাদা-দাদির সঙ্গে সময় কাটায় জয়। এ সূত্রে শাকিবের বাসায় যাতায়াত বেড়েছে অপুর। ঢালিউড কুইনও স্বীকার করেছেন বিষয়টি। বলেন, ‘আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি। এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার।’ ২০০৮ সালে গুলশানে শাকিব বাসায় বিয়ে হয় শাকিব-অপুর। ১০ বছর পর সন্তান নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে হাজির হন অপু বিশ্বাস। এরপর অনেক নাটকীয়তার পর বিচ্ছেদের আবেৃদন করেন শাকিব খান। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদ কার্যকর হয়।