March 31, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 20th, 2022, 7:24 pm

শাকিব জানেন না তিনি ‘কাজী নজরুল’ হচ্ছেন

অনলাইন ডেস্ক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের ১৪ বছর বয়স থেকে ৪৬ বছর বয়স পর্যন্ত ঘটনাবলি নিয়ে নির্মাণ হবে ‘বিদ্রোহী নজরুল’। এই সিনেমায় ‘বিদ্রোহী নজরুল’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। পরিচালক শফিক হাসানের বরাতে এমন খবর এসেছে দেশের একাধিক গণমাধ্যমে। তবে এই সিনেমা প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাকিব খান। শুধু তা-ই নয়, এমন একটি চরিত্রের সঙ্গে তাঁর নাম জুড়ে খবর প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এই চিত্রনায়ক। বলেছেন, ‘এসবের কিছুই জানি না। আমার সঙ্গে এসব নিয়ে কথা হয়নি। আমাকে জড়িয়ে এটা পুরোপুরি ফেক…।’ বিভিন্ন গণমাধ্যমে পরিচালক শফিক হাসান দাবি করেছেন, শাকিব খান হচ্ছেন ‘বিদ্রোহী নজরুল’। তাঁর দাবি, ‘আমাদের সঙ্গে কথা হয়েছে, শাকিব সিনেমাটি করছেন।’ এরপর শাকিবের না জানা প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে এই প্রতিবেদকের কাছে শফিক হাসান প্রথমে জানতে চান, শাকিব কখন কথা বলেছেন? তাঁকে জানানো হলে বলেন, ‘শাকিব কি বলছেন এই সিনেমা করবেন না, এমন কিছু? আমাদের সাথে কথা হয়েছে তিনি এই সিনেমা করবেন।’ এরপর শুটিং কবে থেকে শুরুসহ অন্য তথ্য জানতে চাইলে শফিক হাসান পরে জানাবেন বলে আর কথা বাড়াননি। এমনকি শাকিবের সঙ্গে কথাবার্তার কোনও প্রমাণও দেখাতে পারেননি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে শাকিব খানকে মিলিয়ে একটি ‘বিকৃত’ ছবি অন্তর্জালে পোস্ট করেছেন শফিক হাসান, যা নিয়ে অন্তর্জালে চলছে তুমুল সমালোচনা। শফিক হাসান ২০১৬ সালে শাকিব খান ও পরী মণিকে নিয়ে ‘ধুমকেতু’ সিনেমা নির্মাণ করেছেন। এরপর থেকে আছেন ঘোষণার ওপর। ২০১৭ সালে পরীকে নিয়ে ‘বাহাদুরী’, সবশেষ ২০২০ সালে পরীকে নিয়ে ‘দ্য অ্যাডভাইজার’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসতে চেয়েছেন। যদিও এসব সিনেমার আর কোনও আপডেট পাওয়া যায়নি।