December 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 3rd, 2022, 7:44 pm

শাকিব প্রসঙ্গে মুখ খুললেন ডিপজল

অনলাইন ডেস্ক :

মিডিয়া জগতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সমালোচিত নাম শাকিব। ঢাকাই সিনেমার এই অভিনেতা ও অভিনেত্রী বুবলী তাদের সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। শাকিবের সাথে বুবলী ও অপু বিশ্বাস ছাড়াও শোনা যাচ্ছে নায়িকা রাত্রির নাম। এদিকে এমন অভিযোগ আছে যে রাত্রির ঘরেও একটি সন্তান আছে শাকিবের। দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে স্বীকৃতি দেননি শাকিব। এই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও প্রযোজক ডিপজল। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেনো না হয়। বাজে চিন্তা ফেলে সবাইকে নিয়ে ঘর সংসার করুক। ৩টা হোক ২টা হোক তাদের ফ্ল্যাট দিয়ে সেটআপ করা ভালো। না হলে শাকিব এই দেশ ছেড়ে চলে যাক।’ তিনি আরও বলেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডুবে গেছে। এদের কারণে আরও যাবে। সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে আর না ডোবায়।’