October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 6:36 pm

শান্ত খানের স্টাইলে বনি সেনগুপ্ত

অনলাইন ডেস্ক :

পর্দায় নিজেকে আকর্ষণীয় করতে অনেকেই নকলের আশ্রয় নেন। আবার অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু মিলে যায়। অনেক সময় সিনেমার গল্প থেকে শুরু করে সংলাপ, দৃশ্য, পোস্টার, এমনকি পোশাকও মিলে যায়। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তও কি তাই করলেন? তিনি কি বাংলাদেশের এই প্রজন্মের চিত্রনায়ক শান্ত খানকে অনুকরণ করেছেন? শান্ত খান সম্প্রতি ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং করেন। পূজন মজুমদারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন কৌশানী মুখোপাধ্যায়। সিনেমাটির শুটিংয়ের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। এতে শান্তর লুক ও পোশাকের ভিন্নতা দেখা যায়। এ দিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘মানব দানব’ সিনেমার শুটিং। এতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত। শান্ত খানের স্টাইলে বনি সেনগুপ্তকে। দুজনের একইরকম জামা। শুধু তাই নয়, শান্ত খানকে দেখে যেমন মনে হয়েছে তিনি গ্রামের যুবকের চরিত্রে অভিনয় করছেন, বনিকে দেখেও তাই মনে হয়েছে। যে কারণে কেউ কেউ বলছেন- শান্ত খানকে নকল করেছেন বনি। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমায় বনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রাশিদা জাহান শালুক। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।ইলিশের রাজধানীখ্যাত চাঁদপুরে এর দৃশ্যধারণ করা হচ্ছে। রোববার দুপুরে ঢাকায় পৌঁছান বনি সেনগুপ্ত।