September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 28th, 2022, 8:34 pm

শাবিতে শিক্ষার্থী হত্যা: ৫ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবরে শিক্ষার্থীদের স্মারকলিপি

জেলা প্রতিনিধি, সিলেট :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকান্ডে পাঁচ দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদে কাছে এ স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
স্মারক লিপি পরবর্তী সংবাদ সম্মেলনে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম আকাশ বলেন, আমাদের সহপাঠী বুলবুল আহমেদ ক্যাম্পাসের অভ্যন্তরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। নিজ ক্যাম্পাসে ঘটে যাওয়া এ নির্মম হত্যাকা-ের প্রতিবাদ ও তার পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে উপাচার্য বরাবর ৫ দফা দাবিতে স্মারক লিপি দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় আমাদের দাবি সর্বোচ্চ পূরণের আশ্বাস দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি গুলোর মধ্যে রয়েছে-উচ্চতর তদন্তের মাধ্যমে বুলবুল হত্যায় গ্রেফতারকৃত প্রকৃত খুনিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, নিহতের পরিবারকে অতিদ্রুত ক্ষতিপূরণ হিসেবে এককালীন ৫০ লক্ষ টাকা এবং আগামী ১২ বছর পর্যন্ত প্রতিমাসে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে অথবা এককালীন ৫০ লক্ষ টাকা এবং পরিবারের ১ জন সদস্যের চাকুরী নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল এবং সংখ্যা বৃদ্ধি করতে হবে, অনিরাপদ এবং অন্ধকারাচ্ছন্ন স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসের টিলাগুলোতে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং প্রাচীর সংলগ্ন স্থানে কাঁটা তারের ব্যবস্থা করতে হবে, বুলবুলের স্মৃতি রক্ষার্থে বুলবুল হত্যার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং বুলবুল চত্বর ঘোষণা করতে হবে, একইসাথে ২৫ জুলাইকে বুলবুল হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীম, অধ্যাপক ড. ফাতেমা খাতুন, অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. ইসমত আরা, সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মো. মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জুবায়দা গুলশান আরা, শিক্ষার্থীদের মধ্যে ইমামুল হোসেন হৃদয়, আশরাফুল আলম আকাশ, মিলন মাহমুদ, নাঈম আহমেদ, হাবিব এবং রাকিব উপস্থিত ছিলেন।