সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলে চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য নতুন করে পাঁচটি বড় বাস ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জহির বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বাস কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে টেন্ডার হয়েছে দুইটি বাসের জন্য। যা চলতি বছরের এপ্রিল-মে মাসের মধ্যেই পরিবহন পুলে যুক্ত হবে। বাকি বাসগুলো চলতি বছরের ডিসেম্বর নাগাদ যুক্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের নির্বাহী প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থ বছরের বাজেট হতে কেবল শিক্ষার্থীদের জন্য দুইটি বাসের ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। অতিদ্রুত বাসগুলো পরিবহনপুলে যুক্ত হবে। পরবর্তীতে চলতি বছরের ২০২২-২৩ অর্থবছরের বাজেট হতে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যোগ হবে।
—ইউএনবি
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়
আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে: বেরোবি উপাচার্য
তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা