September 28, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 8:40 pm

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মহানগরের পূজা মন্ডপে সিসিকের অনুদান প্রদান

জেলা প্রতিনিধি, সিলেট :
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সিলেট মহানগরের পূজা মন্ডপে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরের পূজা মন্ডপ সমূহের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন।
সিলেট মহানগরের ৫০টি পূজা মন্ডপের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সিসিকের হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, কোষাধ্যক্ষ মো. আব্দুল হামিদ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ সাধারণ সম্পাদক চন্দন দাশ, সহ সাধারণ সম্পাদক মনজ দত্ত মুন্না, আইন বিষয়ক সম্পাদক বিজয় কুমার দেব এ্যাডভোকেট, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।