যশোরের শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ইসমাইল হোসেন (৩৮) বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
এ ব্যাপারে বেনাপোল ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আকবার আলী জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে- এমন খবরে অভিযান চালিয়ে শ্যামলাগাছি এলাকা থেকে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।
আটক ইসমাইল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ ওই যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
ধানের দাম কম : উৎপাদন খরচ ফেরত পাচ্ছে না চাষীরা, ক্ষতির মুখে কৃষক
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে এমপি মোস্তাফিজুরকে শোকজ
আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর