October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 19th, 2021, 7:24 pm

শাস্তির মুখে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকদের বিশৃঙ্খলার জন্য শাস্তি পেয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ঘরের মাঠে উয়েফা প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে ইংল্যান্ডকে। আরেকটি ম্যাচের জন্যও একইরকম নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা। তবে তা আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে। পাশাপাশি এফএ-কে এক লাখ ইউরো জরিমানা করার কথা সোমবার বিবৃতিতে জানায় উয়েফা। এক বিবৃতিতে এফএ বলেছে, এই রায়ে তারা হতাশ, তারপরও উয়েফার সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে। গত ১১ জুলাই ইউরোর ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি। টিকেট ছাড়াই ওয়েম্বলি স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিল কিছু দর্শক। এ সময় তাদের সঙ্গে দায়িত্বরত নিরাপত্তারক্ষী এবং পুলিশের সংঘর্ষ হয়। অন্তত শতাধিক মানুষ টিকেট ছাড়াই স্টেডিয়ামে ঢুকে পড়েছিল। অনেককে আটক করেছিল পুলিশ।