July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:20 pm

শাস্তির মুখে পড়েও বেঁচে গেলেন বোপারা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল টেম্পারিংয়ের দায়ে বড় শাস্তির মুখে পড়েও বেঁচে গেছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। ম্যাচ রেফারি তাঁকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিলেও টেকনিক্যাল কমিটি তাঁকে বিশেষ ক্ষমতাবলে শাস্তি কমিয়ে দিয়েছে। নিষেধাজ্ঞার পরিবর্তে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে বোপারার নামের পাশে। অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই বল টেম্পারিং করেন বোপারা। তাৎক্ষণিকভাবে আম্পায়াররা সিলেটকে ৫ রান জরিমানা করেন। এবার শাস্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বুধবার এক বিবৃতি দিয়ে তারা বোপারার শাস্তির বিষয়টি নিশ্চিত করে। শাস্তি প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন নম্বর লেভেলের ২.১৪ ও বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা অনুযায়ী বলের অবস্থা পরিবর্তন করায় ৩ ম্যাচ নিষেধাজ্ঞা দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। মঙ্গলবার এটি নিয়ে শুনানির পর আচরণবিধির ৮.২.৩.৪ ধারা অনুযায়ী টেকনিক্যাল কমিটির প্রধান এ এস এম রকিবুল হাসান শাস্তি কমিয়ে দেন। এই ধারা অনুযায়ী টেকনিক্যাল কমিটি কারো শাস্তি কমাতেও পারবেন আবার বাড়াতেও পারবেন।’ খুলনার ইনিংসের তৃতীয় ওভারে এই অপকর্ম ঘটান বোপারা। টিভি ক্যামেরায় ধরা পড়ে, নিজের প্রথম ওভার করতে এসে তিনি নখ দিয়ে খুঁটে বল বিকৃত করার চেষ্টা করছেন। বিষয়টি আম্পায়ারদেরও চোখ এড়ায়নি। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে মাঠেই শাস্তি পেয়েছে সিলেট। পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ খুলনাকে ৫ রান দেওয়া হয়। ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তাঁর থেকে বল চেয়ে নেন। এরপর নতুন বল দিয়ে ফের খেলা শুরু হয়। ম্যাচটি খুলনা টাইগার্স ১৫ রানে জিতে নেয়। টিভি রিপ্লেতে দেখা গেছে, বাঁ হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাজা করছিলেন সিলেট অধিনায়ক। এই অপরাধে তাঁকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।