November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 7:52 pm

শাস্তির মুখে বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে দলের সবাইকে জরিমানা করা হয়েছে। ডমিনিকায় সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি টাইগাররা। তাই পেতে হচ্ছে শাস্তি। বুধবার বিষয়টি জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে জানায়, ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ। এজন্য দলটির সবার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। বাংলাদেশ অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ অভিযোগের বিষয়টি স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯৪ রানের জয়ের লক্ষ্যে নেমে ৬ উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে বৃহস্পতিবার।