October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 27th, 2023, 3:03 pm

শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সিরাজগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে শাহজাদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীর সঞ্চালনায় এ বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক কে, এম নাছির উদ্দিন, পৌর কাউন্সিলরবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনকে গত ২০ জুলাই বৃহস্পতিবার শাহজাদপুর থেকে বগুড়ায় বদলি করা হয়েছে। বগুড়ায় বিএম ফাউন্ডেশনের সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক পত্রে তাকে এ বদলি করা হয়। তার এই বদলী জনিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত অনেকেই আবেগে আপ্লূত হয়ে পরেন।