জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার উপজেলা প্রশাসন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এ্যাকাডেমিক ভবন- ৩ এ নানা কর্মসূচির আয়োজন করে।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির এবং স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯ টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। পরে তিনি বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার ব্রিগেড ,স্কাউট ও বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এতে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো, একাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ ফিরোজ আহমদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলী , বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচী পালন করে।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের