October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 29th, 2021, 1:30 pm

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস।

আটক আতাউর রহমান হবিগঞ্জ জেলার বাসিন্দা।

ঢাকা প্রিভেন্টিভ কাস্টমস হাউসের নজরদারি কর্মকর্তা মো. তরিকুল জানান, রাত ৯টা ১০ মিনিটের দিকে শারজাহ থেকে এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।

তিনি জানান, খবর পেয়ে কাস্টমস হাউসের একটি দল বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় আতাউরকে চ্যালেঞ্জ করে। পরে তার লাগেজ ও শরীর থেকে ৪৪টি স্বর্ণের বারসহ মোট ৫ দশমিক ১৮০ কেজি স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

—ইউএনবি