September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 3rd, 2024, 10:11 pm

শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

বুধবার (৩ জুলাই) সাড়ে ৫টার দিকে সেগুলো আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। পরে সেই ফ্লাইটের বিমানের সিটের ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও বলেন, জব্দ স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা করা হয়েছে।

—–ইউএনবি