October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 7:54 pm

শাহরুখ পুত্রের জন্য হৃত্বিকের ভালোবাসা

অনলাইন ডেস্ক :

শাহরুখপুত্র আরিয়ানের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। শাহরুখপুত্রকে সাহস দিয়ে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন এই তারকা। মাদককান্ডে গ্রেফতার হওয়ার পর থেকে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রয়েছেন আরিয়ান। আরিয়ানকে গ্রেফতারের এক সপ্তাহের মাথায় এক দীর্ঘ চিঠি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হৃত্বিক রোশন। ‘আমার প্রিয় আরিয়ান’ দিয়ে শুরু করে এই অভিনেতা লেখেন, ‘জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন।’ চিঠিতে অভিনেতা আরিয়ানকে ‘শান্ত’ ও ‘স্তব্ধ’ থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে এই চাপের মুখে যেন আরিয়ান নিজের ভালোটাকে নষ্ট না করে ফেলেন, সেই পরামর্শও দিয়েছেন ঋত্বিক। গত ২ অক্টোবর মাঝসমুদ্রে নাইট পার্টি করার সময় এনসিবির জালে ধরা পড়েন আরিয়ান। এরপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে সংস্থাটি। পরে আদালতে হাজির করে শাহরুখপুত্র ও তার দুই সঙ্গীকে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার অনুমতি পায় এনসিবি। আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের বাড়ি মান্নাতে ছুটে গিয়েছিলেন সালমান খান। এ ছাড়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেঠি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়ার মতো তারকারা ‘বাদশা’কে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।